পুতিনকে হত্যায় বাসভবনে ড্রোন হামলা

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ৩, ২০২৩

পুতিনকে হত্যায় বাসভবনে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে তার বাসভবনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বুধবার (০৩ মে) দেশটির সংবাদ সংস্থা রিয়া’র বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মস্কো অভিযোগ করেছে- প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার লক্ষ্যে ইউক্রেন রাতের বেলা ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে। বুধবার ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়।

 

ক্রেমলিন জানিয়েছে, ইলেকট্রনিক রাডার ব্যবহার করে ড্রোনগুলিকে অকার্যকর করা হয়।

 

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে মস্কোর কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ঐ ফুটেজ ক্রেমলিনে হামলার কি না, তা যাচাই করা যায়নি।

 

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন আহত হননি। কারণ তিনি সেই সময় ক্রেমলিনে ছিলেন না।

 

তার মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ক্রেমলিন ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com