লন্ডনে মরণোত্তর এ্যাওয়ার্ড পেলেন সিলেটের বাদশা কাদির

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

লন্ডনে মরণোত্তর এ্যাওয়ার্ড পেলেন সিলেটের বাদশা কাদির

সিলেট :
যুক্তরাজ্যের অনারারি এল্ডারম্যান এ্যাওয়ার্ড পেলেন লন্ডনের ক্রয়েডেন কাউন্সিলের প্রাক্তন কাউন্সিলর ও ডেপুটি মেয়র মরহুম বাদশা কাদির। ক্রয়েডনে চমৎকার কমিউনিটি কাজের জন্য তাকে এ মরণোত্তর সম্মননা প্রদান করা হয়েছে।

 

গত বুধবার (১৭ মে) কাউন্সিল চেম্বার ক্রয়েডনে বাদশা কাদিরের পক্ষে তার পুত্র লন্ডনের ব্যবসায়ী আরিব আজমাইন কাদির এই অনারারি অল্ডারম্যান অ্যাওয়ার্ড গ্রহন করেন।

 

এ সময় ছেলে আজমাইন কাদির বলেছেন, এটা দুঃখজনক যে আমার প্রিয় বাবা হঠাৎ চলে গেলেন পৃথিবী ছেড়ে। কিন্তু তিনি যা অর্জন করেছেন এবং যে কর্ম রেখে গেছেন তার এজন্য আমরা গর্বিত।

 

তিনি বলেন, একজন এল্ডারম্যান পরিবার হিসেবে এটি একটি সম্মানের এবং একজন ব্রিটিশ সিলেটি হিসেবে এটি একটি গর্বের মুহূর্ত।

 

গত বছরের সেপ্টেম্বরে বাদশা কাদির হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর দেশের বাড়ি সিলেট নগরীর বারুতখানায়।

 

(সুরমামেইল/ইএমএন)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com