আইটেম গানে মোশাররফ করিম

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৫

আইটেম গানে মোশাররফ করিম

mosa

সুরমা মেইলঃজনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন আইটেম গানে।
লাল-হলুদ আলোর ঝলকানি। মোশাররফ করিম পায়ের ওপর পা তুলে বসে আছেন বিশালাকৃতির সোফায়। সানগ্লাস চোখে। আশপাশে একদল ছেলেমেয়ে। তারা নেচে বেড়াবে, মোশাররফ করিম পা দোলাবেন, মাথা দোলাবেন। এভাবেই হাজির হচ্ছেন মোশাররফ করিম। মনে হবে, এ বোধহয় সুপার-ডুপার কোনো বাণিজ্যিক ছবির গান! ভ্রু কুঁচকাবে, এমন ছবি আবার কবে করলেন তিনি!

কিন্তু না, নাটকেই এভাবে দেখা যাবে মোশাররফ করিমকে। নাটকের নাম ‘ব্যাকআপ আর্টিস্ট’। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব, পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। আইটেম গানে রোবেনা রেজা জুঁইও অংশ নিয়েছেন। পরিচালক জানিয়েছেন, নাটকটি ঈদের তৃতীয় দিন বিকেল ৩টায় বৈশাখী টিভিতে প্রচার হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com