চার তরুণী ছিনতাইকারীর খপ্পরে সালমান!

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৫

চার তরুণী ছিনতাইকারীর খপ্পরে সালমান!

sallu

সুরমা মেইলঃ ঘটনাটা ছবির মতো মনে হলেও সত্যি। বান্দ্রার এক নাইটক্লাবে সালমান খান সময় কাটাচ্ছিলেন বন্ধুদের সঙ্গে। টেবিলের ওপর তিনি রেখেছিলেন নিজের ওয়ালেট, সানগ্লাস আর পেনডেন্ট। হঠাৎ চার তরুণী হাজির হয় ভক্ত হিসেবে পরিচয় দেয়। মিনিটখানেক কথা বলে তারা চলে যাওয়ার পরেই বলিউডের এই সুপারস্টার আবিষ্কার করেন, টেবিলে তার জিনিসগুলো আর নেই!

মুহূর্তেই সালমান বুঝতে পারেন, ভক্তের ছদ্মবেশে ওই মেয়েরা ছিলো ছিনতাইকারী। নিজের জিনিসপত্র নিখোঁজ হওয়ার খবর তড়িঘড়ি সবাইকে জানান ৪৯ বছর বয়সী এই তারকা। নিরাপত্তারক্ষীরা থানায় যেতে বললে তিনি তাদের চুপ করিয়ে দেন। বিষণ্ন মনে চুপচাপ বাড়িতে ফিরে আসেন। ঘটনাটা কাউকে জানাতে না চাইলেও এক সপ্তাহ পরে ঠিকই তা জানাজানি হয়ে গেলো। অবশ্য এখন আর এ নিয়ে মন খারাপ নেই তার।

এদিকে সালমানের নতুন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র একটি গানের ভিডিও বেরিয়েছে ইউটিউবে। ছবিটি মুক্তি পাবে এবারের দিওয়ালিতে। সুরজ বরজাতিয়ার পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com