অতিরিক্ত অর্থ ফেরত না দিলে ৭ দিনের মধ্যে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৬

অতিরিক্ত অর্থ ফেরত না দিলে ৭ দিনের মধ্যে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

nahid

সুরমা মেইল নিউজ : যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত মাসিক বেতন, ভর্তি ফি, সেশন ফি, টিউশন ফি আদায়কারী স্কুলগুলোকে ৭ দিনের মধ্যে অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার সচিবালয়ে নিজ কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

সূত্র জানায়, ভর্তি নীতিমালা লঙ্ঘন করে রাজধানীসহ সারাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত মাসিক বেতন ও ভর্তি ফি আদায় করে। এর প্রতিবাদে আন্দোলন করেন অভিভাবকরা। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) বিষয়টি তদন্ত করে। প্রতিবেদনের আলোকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে ৭ দিন সময় সময় বেঁধে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com